ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

ইংরেজিতে ফেল, আগামীবার আবার এসএসসি পরীক্ষা দেবেন ইউপি মেম্বার দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, জুলাই ১০, ২০২৫
ইংরেজিতে ফেল, আগামীবার আবার এসএসসি পরীক্ষা দেবেন ইউপি মেম্বার দুলু

নাটোর: দৃঢ় প্রত্যয় ও সাহস নিয়ে ৫২ বছর বয়সে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. দেলোয়ার হোসেন দুলু।  

দীর্ঘ ৩৫ বছর পর ভাঙা স্বপ্নকে জোড়া লাগিয়ে এবার আবার কলম ধরেছিলেন তিনি।

কিন্তু সেই স্বপ্ন পূর্ণতা পেলো না।  

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে এসএসসি ও দাখিলসহ সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সব বিষয়ে পাস করলেও ইংরেজি বিষয়ে পাস করতে পারেননি দুলু। এতে স্বপ্নভঙ্গ হলেও ভেঙে পড়েননি তিনি। আগামী বছর আবার পরীক্ষায় অংশ নেবেন এবং পাস করেই ছাড়বেন-বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দুলু।  


তিনি বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়ার বাসিন্দা। আট ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দুলু ছোটবেলা থেকে মেধাবী। ১৯৮৫ সালে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে অষ্টম শ্রেণিতে জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পান। এরপর ১৯৯০ সালে একই স্কুল থেকে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে তাকে বহিষ্কার করা হয়।  

এ ঘটনায় দুলু মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে সেখানেই তার শিক্ষাজীবনের ইতি টানেন। এরপর শিক্ষা জীবন ছেড়ে সংসার জীবন শুরু করেন তিনি। এরই মধ্যে তিনি জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন।

অবশেষে ২০২১ সালে জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন তিনি। কিন্তু সরকারি অফিস আদালত থেকে শুরু করে সর্বত্রই পড়া লেখার গুরুত্ব অনুধাবন করেন। ফলে আবার ফিরে আসে তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। সিদ্ধান্ত নেন জীবনের অপূর্ণ অধ্যায়টি তাকে শেষ করতেই হবে। এরপর তিনি রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বিমুখী দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হন। জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত ক্লাসেও অংশ নিতেন। এরপর ওই মাদরাসা থেকে চলতি ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নেন তিনি।

সব বিষয়ে ভালোভাবে পরীক্ষা দিলেও ইংরেজি বিষয়ে তার পরীক্ষা একটু খারাপ হয়েছিল। এজন্য তিনি কিছুটা চিন্তিত ছিলেন।  

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের জানতে পারেন, সব বিষয়ে পাস করলেও ইংরেজিতে পাস করতে পারেননি তিনি। কিন্তু এতে তিনি মোটেও চিন্তিত নন। আগামী বছর আবার পরীক্ষা দেবেন তিনি। তার অগ্রযাত্রা থেমে থাকবে না।

মো. দেলোয়ার হোসেন দুলু বাংলানিউজকে জানান, তিনি ছাড়া পরিবারের সবাই শিক্ষিত। তার সব ভাই-বোন মাস্টার্স পাস, নিজের দুই মেয়ে ও দুই ভাতিজাও মাস্টার্স পাস করেছে। শুধু তিনিই পিছিয়ে আছেন।  

তিনি বলেন, এবার চেষ্টা করলাম, আগামী বছর আরও ভালো করে প্রস্তুতি নিয়ে ইংরেজি বিষয়ে পাস করেই ছাড়ব ইনশাআল্লাহ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। পরিবার থেকেও উৎসাহ ও সহযোগিতা পাচ্ছি।  

এ বিষয়ে জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বাংলানিউজকে বলেন, এ বয়সে বই-খাতা নিয়ে আবার বসা, তা-ও পরীক্ষার হলে, এটা সাহসের পরিচয়। ইউপি সদস্য দুলু দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।