ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

সারাদেশ

দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, আগস্ট ১০, ২০২৫
দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেড় ঘণ্টার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল সচল হয়েছে। তবে মহাসড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছে।

 

রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রুটের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

এর আগে সকাল ১১টার দিকে ডিপিপি অনুমোদনের দাবিতে হাটিকুমরুল গোল চত্বর এলাকার মহাসড়কের সব রুট অবরোধ করে বিক্ষোভ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া, রায়হান ও হৃদয় সরকার বলেন, আমরা আজকের মতো অবরোধ তুলে নিয়েছি। আরও ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলো। এর মধ্যে যদি ক্যাম্পাস প্রকল্পের ডিপিপি অনুমোদনে সরকার সাড়া না দেয় তাহলে উত্তরবঙ্গের সড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়া হবে।  
 
এর আগে বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫১৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বার বার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। বৃহস্পতিবার আমরা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া পাইনি।  

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও শাহজাদপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে সাধারণ মানুষও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।  

এদিকে অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। পরে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। তবে এখনো মহাসড়কে যানজট রয়েছে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোল চত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।  

** সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক আটকে বিক্ষোভ

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।