সিরাজগঞ্জ: টানা দুই বছর ধরে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদরাসা।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, এ বছর মাদরাসাটি থেকে পরীক্ষায় অংশ নেয় ১৪ জন শিক্ষার্থী, কিন্তু কেউই উত্তীর্ণ হয়নি।
দুই বছর ধরে এমন শূন্য পাসের হারে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের অভিযোগ—প্রতিষ্ঠানের প্রশাসনিক গাফিলতি, শিক্ষকদের অবহেলা ও নিম্নমানের শিক্ষাদান এই ভরাডুবির মূল কারণ।
শিক্ষার্থী শহিদুল ইসলামের অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। দুই বছর ধরে কেউ পাস করতে না পারা শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, এর জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষকদের জবাবদিহিতা প্রয়োজন। ’
স্থানীয় বাসিন্দা আল-আমিন হোসেন বলেন, ‘বর্তমান সুপার দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ না থাকায় শিক্ষার্থীরাও মাদরাসায় আসতে অনাগ্রহী হয়ে পড়েছে। ’
তবে মাদরাসার সুপার মো. শাহাদত হোসেন ভিন্ন মত প্রকাশ করে বলেন, ‘এলাকাটি খুবই প্রত্যন্ত। শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত হয় না এবং তাদের মধ্যে আগ্রহের ঘাটতি রয়েছে। এ কারণে ফলাফল খারাপ হয়েছে। ’
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’
আরবি