ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

নদীতে গোসল করতে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার একদিন পর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, জুলাই ১৩, ২০২৫
নদীতে গোসল করতে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার একদিন পর

যশোর: বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র জিহাদের (১০) মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে ।

রোববার (১৩ জুলাই) সকালে ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে এই মরদেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম।

 

শনিবার (১২ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার সানতলা গ্রামের উজির আলীর পুত্র জিহাদ হোসেন (১০) বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বন্ধুরা মিলে ব্রিজ হতে লাফ দেওয়া শুরু করে।  

এসময় সবাই ওপরে উঠলেও জিহাদ ওঠে না। তখন বন্ধুরা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু  করেন। না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী।  

খুলনা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিকাল ৫টার পর উদ্ধার অভিযান শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চালান। কিন্তু জিহাদের সন্ধান না পাওয়ায় সেদিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করেন।  

রোববার সকালে ডুবুরি দল দ্বিতীয় দফা অভিযান শুরু করে সকাল ৯টার দিকে নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধার করেন। এসময় খবর পেয়ে শ’শ’ নারী পুরুষ ভিড় জমায় ।

যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, শনিবার অন্ধকার হয়ে যাওয়ায় আমরা উদ্ধার অভিযান শেষ করি।

রোববার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছু সময় পর টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।