ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

সিলেটে সাবেক পৌর মেয়রসহ আ. লীগের ৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, জুলাই ১৩, ২০২৫
সিলেটে সাবেক পৌর মেয়রসহ আ. লীগের ৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ

সিলেট: সিলেটের জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) বিকেলে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা।

শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন। তবে শুনানিকালে আরও দুইজনের জামিন মঞ্জুর করা হয়েছে।

জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদও।  

অন্যরা হলেন-জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ ইউপি সদস্য আব্দুল মুকিত, পৌর যুবলীগের সদস্য নাজু আহমদ, যুবলীগ নেতা সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসকুরুনী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন দে।

আদালত সূত্র জানায়,  একটি মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে পৌর মেয়র ফারুক আহমদ। নির্ধারিত সময় শেষে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফারুক আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আলী আহমদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

একই মামলার অপর দুই আসামি ছাত্রলীগের সাবেক নেতা মঞ্জু আহমদ ও ইছামতী কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

এছাড়া একই দিনে গত বছরের ৪ আগস্ট জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আট নেতাকর্মী উচ্চ আদালতের জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আদালত ও আসামিপক্ষের আইনজীবী সূত্র জানায়, আসামিরা জামিন চেয়ে আবেদন করলেও বিচারক তা প্রত্যাখ্যান করেন।

এনইউ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।