নারায়ণগঞ্জ: অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তারা উদ্দেশ্যহীনভাবে প্রাণ দেয়নি। একটি নির্দিষ্ট উদ্দেশে তারা প্রাণ দিয়েছেন।
সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি সেসব যোদ্ধাদের সম্মান জানাই যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন। সম্মান জানানোর উপায় কী। আমরা কী শুধু তাদের ৫ আগস্ট পর্যন্ত সম্মান জানাবো, না আমাদের আরও কোনো পথের কথা ভাবতে হবে।
তিনি আরও বলেন, তারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ দেখার। গণতন্ত্র একটি মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের জন্য এর আগেও লড়াই হয়েছে। এবার বিজয় এসেছে কারণ আমরা ভয়কে একবিন্দু প্রশ্রয় দেইনি। তারা নির্ভিক হয়ে গেছে। দেশটাকে বৈষম্যহীন করতে তারা আত্মত্যাগ করে গেছে। পাঁচ আগস্ট আসতো না যদি ছাত্র জনতা প্রতিরোধ গড়ে না তুলতো।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা দল, মত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবো। এ বিসর্জনকে সম্মান দেখিয়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সম্মান জানাবো।
এমআরপি/জেএইচ