ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

খুলনায় কুকিং ও বেকিং এর উপর ৪ মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, আগস্ট ৩, ২০২৫
খুলনায় কুকিং ও বেকিং এর উপর ৪ মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু

খুলনা: খুলনায় কুকিং ও বেকিং এর উপর ৪ মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে মহানগরীর টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার আবু সাঈদ মো. মনজুর আলম।

অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনে অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)এর আওতায় এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম।

এতে সভাপতিত্ব করেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আজম মালিক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেলেন খান ও প্রিন্সিপাল এস.এম. নওশাদ মহিত।

বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, খুলনা উইমেন্স চেম্বারের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উপদেষ্টা সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না ও ব্র্যাক ব্যাংকের দৌলতপুর শাখা ব্যবস্থাপক সাইকা মালিক ।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।