ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

সারাদেশ

মুকসুদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৭ জনকে কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, জুলাই ১৪, ২০২৫
মুকসুদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৭ জনকে কারাগারে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

এর আগে ওই ৩৭ আসামি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন নেন।

 

জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা সোমবার (১৪ জুলাই) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে মুকসুদপুর থানাধীন পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযানে গেলে চেয়ারম্যান আব্দুর রহমান মীরের নেতৃত্বে অন্তত ৩৭ জন নামধারীসহ ১০০/১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলসহ একাধিক সদস্য গুরুতর আহত হন।  

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়ের করে। পরে আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে আজ তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।