ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বেলকুচিতে যুবদল নেতার বাড়িতে মিলল সাড়ে ১০ টন সরকারি চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, আগস্ট ৩১, ২০২৫
বেলকুচিতে যুবদল নেতার বাড়িতে মিলল সাড়ে ১০ টন সরকারি চাল সাড়ে ১০ টন সরকারি চালসহ ইব্রামিকে আটক করা হয়েছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় যুবদল নেতার ভাই ইব্রাহিমকে আটক করা হয়েছে।

  

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়।  

আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।  

বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।  

অভিযোগ উঠেছে, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ওই গুদাম থেকে ৫০ কেজির ২০০ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, যৌথবাহিনী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টন ৬০০ কেজি চাল জব্দ করেছে এবং একজনকে আটকও করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।