ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের নয়জন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, আগস্ট ৩১, ২০২৫
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের নয়জন  যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নয়জন কর্মী বিএনপিতে যোগদান করেছেন

যশোর: বিএনপিতে যোগ দিয়েছেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নয়জন কর্মী। তারা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

 

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জামায়াত থেকে এসব কর্মী বিএনপিতে যোগদান করেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

যোগদানকারীরা হলেন টেংরা গ্রামের মৃত মুনসুর আলীর পাঁচ ছেলে আনসার আলী, কাওছার আলী, লিয়াকত আলী, আবুজার আলী ও আবুহার আলী, মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।

যোগদানকারীরা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে তারা জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা এতদিন জামায়াতের কর্মী হিসেবে এলাকায় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, দলীয় কার্যালয়ে যোগদানকারীদেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।