ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

সারাদেশ

ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে: ঢাকা রেঞ্জ ডিআইজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, জুলাই ১৫, ২০২৫
ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে: ঢাকা রেঞ্জ ডিআইজি ফরিদপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় কথা বলছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, 'ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে, ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবে না। নিষিদ্ধ সংগঠনের যারা রয়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তা-না হলে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হবে। '

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক সভায় তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। যদি কোনো অপরাধ পরিলক্ষিত‌ হয় তাহলে পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম অর্থনৈতিক অনিয়ম-দুর্নীতি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার সৈয়দ হাসানুল কবীর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে জুলাই শহীদ পরিবারের খোঁজ খবর নেন ডিআইজি। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেওয়া হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।