যশোর: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ফ্যাসিজমের শেকড় উৎপাটন করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেখানো সংস্কৃতি লালন করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না।
তিনি বলেন, বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থে জুলাই সনদ রচিত হতে হবে।
জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় যশোর জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি।
যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অভিপ্রায়কে সামনে রেখে দেশ গঠন, দ্রুততম সময়ের মধ্যে জুলাই হত্যাকান্ডের বিচার ও আহতদের পুনর্বাসন করতে হবে।
বক্তারা বলেন, প্রতিবাদ, আন্দোলন-সবই করতে হবে। কিন্তু, বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা যা যা করেছে সেগুলো না করাই ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের মূল স্পিরিট।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, লেখক ও গবেষক বেনজিন খান, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল মামুন লিখন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের প্রতিনিধিরা।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এসএইচ