বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনাসভা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মো. আব্দুল আলীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক টিএম আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, জাতীয় দৈনিক কালের কণ্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য তোফাজ্জল হোসেন, ডা. সারোয়ার হোসেন, শামীম রেজা, শিক্ষার্থী সাজ্জাদ আলম, সুফিয়া খাতুন প্রমুখ বক্তব্য দেন।
সভায় কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং একসূত্রে গাঁথা। পাড়া-মহল্লায় কিশোর অপরাধ বেড়েই চলছে। যেকোনো ভাবে এটি রুখতে হবে। এজন্য সর্বপ্রথম সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি কিশোর অপরাধ দমনে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়।
সেগুলো হলো-শিশু-কিশোরদের পারিবারিক শিষ্টাচার ও সামাজিক-নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়া, পড়ালেখা ও খেলাধুলার ব্যবস্থা করা, সন্তানদের মা-বাবার পর্যাপ্ত সময় দেওয়া, তারা কার সঙ্গে মেলামেশা করছে, সে বিষয়ে খোঁজখবর রাখা। কখন বাসায় ফিরছে, সেটি তদারকি করতে হবে। এছাড়া জগদ্বিখ্যাত লেখকদের লেখা বই পড়ায় আগ্রহী করা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি নেতা আব্দুল আলীম বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা সম্ভব নয়। এছাড়া মাদকের লাগামও টেনে ধরতে হবে। কিশোরদের রাজনৈতিক আধিপত্য ও ছত্রছায়া থেকে মুক্ত রাখতে পারলেই কেবল কিশোর গ্যাং কালচার বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।
আরএ