বগুড়া: ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশে বগুড়া থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।
এ উপলক্ষে সারাদেশের মতো বগুড়াতেও জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, বগুড়া থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকামুখী হয়েছেন। তাদের যাতায়াতের জন্য ঢাকা রুটে চলাচলকারী ২৮১টি চেয়ার কোচ ভাড়া করা হয়েছে। পাশাপাশি ৩০টিরও বেশি বড় মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে অনেকেই যাত্রা করছেন। অনেক নেতাকর্মী পাবলিক বাসেও ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু জানান, জেলার পক্ষ থেকে ১৮০টি চেয়ার কোচ ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৫০ জন করে নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি বড় মাইক্রোবাসও ভাড়া করা হয়েছে।
বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল জানান, শহর শাখার পক্ষ থেকে ১০১টি চেয়ার কোচ এবং ১৫টি বড় মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। এর বাইরেও অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। নেতাকর্মীরা নিজেদের টাকায় এসব যানবাহন ভাড়া করেছেন।
এসআরএস