ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

বান্দরবানে এনসিপির পদযাত্রা বিকেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জুলাই ১৯, ২০২৫
বান্দরবানে এনসিপির পদযাত্রা বিকেলে এনসিপির সমাবেশ মঞ্চ

“দেশ গড়তে জুলাই পদযাত্রা”- এই স্লোগানকে সামনে রেখে আজ দুপুরে প্রথমবারের মতো বান্দরবানে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় বান্দরবান পৌর এলাকায় পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের।

এর পরে বান্দরবানের সোনালী ব্যাংকের সামনে প্রধান সড়কে এক সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তাদের সদরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করার কথা রয়েছে।

পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, এনসিপি এর অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল দলের শীর্ষ নেতাদের আগমন উপলক্ষে সমাবেশ ও পদযাত্রা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন বলে জানিয়েছেন। পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার সাতটি উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।