ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দুই নেত্রীর তর্কে কর্মীদের মারামারি, পদ হারালেন দুজনই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, অক্টোবর ২০, ২০২৫
দুই নেত্রীর তর্কে কর্মীদের মারামারি, পদ হারালেন দুজনই

নীলফামারীর সৈয়দপুরে তুচ্ছ ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনায় পদ হারিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু ও সাধারণ সম্পাদক রুপা হোসেন। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।

সোমবার (২০ অক্টোবর) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গভীর রাতে ব্যক্তিগত বিষয় নিয়ে রওনক জাহান রিনু ও রুপা হোসেনের মধ্যে তর্ক-বিতর্কের জেরে মহিলা দলের দুই পক্ষের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে অন্তত ছয়জন আহত হন। আহতদের সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় দলটি। দলীয় ভাবমূর্তি নষ্ট হওয়ায় দুই নেত্রীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সাধারণ সম্পাদক শাহীন আকতার বলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তার পদ স্থগিত করার জন্য আমরা কেন্দ্রে আবেদন জানিয়েছি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।