ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জুলাই ১৯, ২০২৫
কুমিল্লায় লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ কুমিল্লার রসুলপুর রেলস্টেশন এলাকায় ট্রেন লাইনচ্যুত

কুমিল্লা: সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার রসুলপুর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে।  

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রেলস্টেশনের আউটার সিগনাল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি বাংলানিউজকে জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ওই ইঞ্জিন দিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হবে।  

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান লিয়াকত আলী।  

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।