ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

মাছ ধরার সময় ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুলাই ১৯, ২০২৫
মাছ ধরার সময় ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ছবি: সংগৃহীত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাছ ধরার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৯ জুলাই) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, বাংলাদেশি তিন যুবক ভারতীয় সীমানায় প্রবেশ করেছিল।

তখনই তাদের গ্রেপ্তার করা হয়। আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি।

গত বৃহস্পতিবার মধ্যরাতে শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় লালারচক বিওপিসংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, আটকরা হলেন শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)। বৃহস্পতিবার মধ্যরাতে এ তিন যুবক বাংলাদেশ সীমান্তের হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি বিএসএফ দল হঠাৎ সীমান্ত অতিক্রম করে তাদের চোরাকারবারির সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকে বিষয়টি বুঝতে পারেননি। আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, আমার ভাই এবং অন্য দুজন বাংলাদেশের অংশেই মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানিয়েছি।

তাদের বিরুদ্ধে ওখানে মামলা দায়ের করা হয়েছে বলে জানান কুলাউড়া ওসি ওমর ফারুক।

এদিকে, শনিবারের বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশি চোরাকারবারিদের ২০ জনের একটি দল সীমান্তের ১ হাজার ৮৫৯ নম্বর মূল খুঁটি দিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন। একপর্যায়ে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের স্থানীয় টিলাবাজার ক্যাম্পের টহলদল সেখানে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে।

বিবিবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।