কক্সবাজার: সন্ত্রাস-দুর্নীতি আর গডফাদারতন্ত্র বাংলাদেশে আর ফিরতে দেব না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরে ‘জুলাই পদযাত্রা’ শেষে শহীদ দৌলত ময়দানে এক জনসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, গত সরকারের আমলে কক্সবাজার মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। নারায়ণগঞ্জের মতো কক্সবাজারেও ছিল গডফাদার-নিয়ন্ত্রিত শাসনব্যবস্থা। সারা দেশে শেখ হাসিনার অধীনে বড় গডফাদার এবং তার ছায়াতলে ছোট ছোট গডফাদাররা অপশাসনের রাজত্ব কায়েম করেছিল। সেই গডফাদারতন্ত্র আমরা রুখেছি। এবার আর কোনো নতুন গডফাদারের জন্ম হতে দেব না।
পর্যটনশিল্প প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজারের পর্যটনকে আওয়ামী লীগ শুধু লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। পরিবেশ ধ্বংস করে, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা উন্নয়নের নামে তামাশা চালিয়েছে। আমরা এমন একটি টেকসই পর্যটন চাই, যেখানে স্থানীয় মানুষের অধিকার অগ্রাধিকার পাবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিকতা আছে। কিন্তু বছরের পর বছর এই বোঝা কক্সবাজারবাসীর ঘাড়ে চাপিয়ে রাখা যুক্তিযুক্ত নয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্থানীয় মানুষের জীবনে অনিরাপত্তা বাড়ছে। তাই রোহিঙ্গাদের দ্রুত সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা নিতে হবে।
নাহিদ আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই-রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করুন। মানবতা ও ন্যায়ের ভিত্তিতে তাদের নিজ দেশে অধিকারসহ ফিরিয়ে নেওয়ার জন্য বিশ্বকে উদ্যোগ নিতে হবে।
এর আগে দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। ব্যানার-প্ল্যাকার্ড হাতে কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। পদযাত্রা শেষে শহীদ দৌলত ময়দানে জনসভায় অংশ নেন এনসিপি নেতারা।
এইচএ/