ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

চুনারুঘাটে ঢলে ভেসে গেল কাঠের সেতু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জুলাই ২০, ২০২৫
চুনারুঘাটে ঢলে ভেসে গেল কাঠের সেতু
  চুনারুঘাটে ঢলে ভেসে গেল কাঠের সেতু  

হবিগঞ্জ: দুদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের রানীগাও-গরমছড়ি সড়কের মাইজ গাঙ্গের কাঠের সেতুটি ভেসে গেছে।
 
রোববার (২০ জুলাই) ভোরে আকস্মিক ঢলের স্রোতে সেতুটি উপড়ে পাশের ধানক্ষেতে গিয়ে আটকে গেছে।

এতে গরমছড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে চুনারুঘাট শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন সহস্রাধিক মানুষ।
 
স্থানীয় শিক্ষার্থী হারুনুর রশীদ জানান, সকালেই ঢলে সেতুটি ভেসে যায়। খবর পেয়ে গ্রামবাসী কাঠের অংশটি উদ্ধার করে ধানক্ষেতে তুলে রাখেন।
 
তিনি বলেন, এ সেতুটিই ছিল এলাকার একমাত্র যাতায়াতপথ। এ সেতু দিয়েই ইউপি অফিস, বাজার আর শহরে যাওয়া হতো। এখন জরুরি প্রয়োজনে বা রোগী নিয়েও কেউ বের হতে পারছে না।
 
তার ভাষ্যমতে, সেতু না থাকায় উৎপাদিত সবজি ও খাদ্যপণ্য বিক্রির জন্য বাজারে নেওয়া যাচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বাংলানিউজকে বলেন, সেতুটি ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। এর আগেই সেখানে একটি নতুন সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে শিগগিরই কাজ শুরু হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।