ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

চালকের চোখে ছিল ঘুম: উল্টে পড়ল লাশবাহী অ্যাম্বুলেন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জুলাই ২১, ২০২৫
চালকের চোখে ছিল ঘুম: উল্টে পড়ল লাশবাহী অ্যাম্বুলেন্স মহাসড়কের পাশে উল্টে পড়া অ্যাম্বুলেন্স থেকে আহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় রোববার (২০ জুলাই) রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন আহত হয়েছেন।  

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের বরাত দিয়ে জানান, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে লাশের সঙ্গে থাকা পাঁচজন স্বজন আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার আগে অ্যাম্বুলেন্সচালকের চোখে ঘুম ঘুম ছিল। এই সময় লাশের সঙ্গে থাকা স্বজনরা তাকে নিরাপদ স্থান দেখে গাড়িটি পার্কিং করে রাখার জন্য বলেন। পাশাপাশি প্রয়োজনে পরের দিন (সোমবার) সকালে যাওয়ার কথা বলেছেন। কিন্তু চালক লাশের স্বজনদের কথা না শুনেই ঘুম চোখে অ্যাম্বুলেন্সটি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বেপরোয়া গতিতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পড়ে।  

এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।