ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

উচ্চ শিক্ষা নিতে গিয়ে আর ফেরা হলো না উক্য চিং মারমার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, জুলাই ২২, ২০২৫
উচ্চ শিক্ষা নিতে গিয়ে আর ফেরা হলো না উক্য চিং মারমার বাবা-মায়ের সঙ্গে উক্য চিং মারমা

রাঙামাটি: সন্তান যেন দুধে-ভাতে থাকে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য কিছু করতে পারে—এমন স্বপ্ন দেখেন প্রতিটি মা-বাবা। তেমনই এক স্বপ্ন নিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার বাসিন্দা শিক্ষক উসাইমং মারমা তার ছেলে উক্য চিং মারমাকে পাঠিয়েছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।

সপ্তম শ্রেণিতে ভর্তি হয়ে উচ্চ শিক্ষার যাত্রা শুরু করেছিল পাহাড়ের এ কিশোর।

কিন্তু সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দগ্ধ হয় উক্য চিং মারমা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শরীরের শতভাগ অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা সব চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। ওই রাত ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত উক্য চিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে এবং পুরো পাহাড়ি জনপদে।

নিহতের মাসি (খালা) নেলী মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, তার অবস্থা ভালো ছিল না। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন।

রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আদোমং মারমা বলেন, আমি শুনেছি ছেলেটা রাতে মারা গেছে। ওরা গাড়িতে আসছে। লাশ আসার পর দাহ করা হবে। ছেলেটা আমার আত্মীয় ছিল। খুবই মর্মান্তিক ঘটনা। আমরা সবাই শোকাহত।

সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।