গাজীপুরের টঙ্গী স্টেশন রোড রেলগেট এলাকায় আগুন লাগা কেমিক্যাল গুদামের ১০০ মিটারের মধ্যে চলাচলের নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা দিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোড রেলগেট এলাকায় সাহারা মার্কেটের সামনে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক সালাউদ্দিন।
তিনি বলেন, টঙ্গীতে পুড়ে যাওয়া কেমিক্যালের গুদামের ভেতরে গিয়েছি এবং পর্যবেক্ষণ করেছি।
এখান থেকে যে গ্যাস নির্গত হচ্ছে। সেটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক। সে কারণে ১০০ মিটারের মধ্যে যাতে কোনো মানুষ না আসে, মানুষ যাতে কম আসে আমরা সেটা চাইবো। ১০০ মিটার রেডিয়াছ এলাকার মধ্যে যাতে সাধারণ মানুষ স্বাভাবিক চলাচল না করে এটা আমাদের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। এখনই সমস্যা হবে এমন না, হয়তো কিছুদিন পরে কোনো সমস্যা হতে পারে। সে জন্য বিষয়টি আমরা মাথায় রাখবো এবং সতর্ক থাকবো।
তিনি আরও বলেন, ভেতরে মালামালের অবস্থা দেখে সিদ্ধান্ত নিয়েছি যে, ভেতরে হিট আছে যদিও কম। কিছু কিছু ধোঁয়া বের হচ্ছে। এটা থেকে আগুন লাগবে না এমন না, আবার লাগবে এটাও না, তবে না লাগার আশঙ্কায় বেশি। যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়া এবং হিট থাকবে আমরা এটা পর্যবেক্ষণে রাখবো।
এছাড়া এই ভবনের শুধু শুধু কেমিক্যাল ছিল তা নয়। প্লাস্টিকের কন্টেইনার তৈরি করার মালামাল ও হার্ডওয়ারের জিনিসপত্র আছে। এ ঘটনায় কমিটি গঠন করা হবে। আজকের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে।
ব্রিফিংয়ে- গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, টঙ্গী জোনের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান, এবং বুয়েটের কেমিক্যাল বিশেষজ্ঞ দুইজন শিক্ষক ও ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ- সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গী স্টেশনরোড রেলগেট এলাকায় সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরাসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় কেমিক্যাল এর ড্রাম বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসে চারজন দগ্ধ ও একজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।
আরএস/আরএ