ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

২৪ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, জুলাই ২২, ২০২৫
২৪ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা সংবাদ সম্মেলন

হবিগঞ্জ: গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে হবিগঞ্জে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় মাধবপুর থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হবে খোয়াই মুখে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের স্কাই কিং রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার সদস্য ও পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।  

এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পদযাত্রাটি মাধবপুর থেকে শুরু হয়ে সাহেববাড়ী গেট, রতনপুর, অলিপুর, নছরতপুর রেলগেট, নিজামপুর বাজার, চৌরাস্তা, গোলচত্বর, হবিগঞ্জ বাইপাস রোড, বিজিবি ক্যাম্প, ধুলিয়াখাল বাইপাসপয়েন্ট, পোদ্দারবাড়ী, পৌরবাস টার্মিনাল, মোতালিব চত্বর, বেবিস্ট্যান্ড ও থানা রোড হয়ে সার্কিট হাউজে পৌঁছাবে।

সার্কিট হাউজে বিরতির পর পদযাত্রা আবার শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক ও পুরাতন হাসপাতাল সড়কে একাধিক পথসভা অনুষ্ঠিত হবে। পরে স্টাফ কোয়ার্টার, তিনকোণা পুকুরপাড়, চৌধুরী বাজার ও খোয়াই মুখ অতিক্রম করে নূরুল হেরা জামে মসজিদের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

এ কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংগঠক নাহিদ উদ্দিন তারেক।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।