ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

লামায় কটেজে পড়েছিল পর্যটকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুলাই ২৩, ২০২৫
লামায় কটেজে পড়েছিল পর্যটকের লাশ লামায় কটেজ

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালির ‘ডেঞ্জার হিল রিসোর্ট’-এর একটি কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

নিহত আনোয়ার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবু তাহেরের ছেলে।

জানা গেছে, আনোয়ার গত ২১ জুলাই সকাল ১০টার দিকে লামা রিসোর্টে আসেন এবং সেখানে অবস্থান করছিলেন। বুধবার সকাল ১০টার দিকে রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাশতা দিতে গেলে কটেজের দরজা বন্ধ দেখতে পান। পরে তারা বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে রিসোর্ট ম্যানেজারকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা কটেজে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।