ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

সাভার (ঢাকা) করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, অক্টোবর ১১, ২০২৫
আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১ সেপটিক ট্যাংক বিস্ফোরণ হওয়া বাড়ি

ঢাকার আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে রাব্বানী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।  

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের রহমতুল্লাহর টিনশেট বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণ হলে এ ঘটনা ঘটে।

রাব্বানী রহমতুল্লাহর টিনশেট বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা।  

এছাড়া আহতরা হলেন- মো. রোহান (০৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা কাওসার আলী বাংলানিউজকে বলেন, গতকাল রাত ৩টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলে বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হয়। আহত হয় বাড়ির অন্যান আরও পাঁচজন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বর্তমানে তারা আশঙ্কা মুক্ত।  

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।