ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ১১ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জুলাই ২৪, ২০২৫
সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ১১ জেলে অপহরণ সংগৃহীত ফাইল ছবি

লক্ষ্মীপুর: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে একটি ট্রলারসহ ১১ জন জেলে অপহরণ হয়েছেন।  

অপহৃত ট্রলার মালিক মো. সলেমানের ভাই মো. হানিফ মাঝি বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য জানান।

অপহৃতদের মধ্যে ১০ জন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ও পাটওয়ারীর হাট এলাকার বাসিন্দা এবং অপরজন নোয়াখালী সদর উপজেলার। ট্রলার মালিক ছাড়া অন্যদের নাম জানা যায়নি।

জানা গেছে, নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দীপের পশ্চিমে খুডারচর এলাকা থেকে এ ১১ জেলেকে অপহরণ করা হয়। দস্যুরা তাদের মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করেছে। তবে জেলেদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নয় পরিবারের সদস্যরা কিংবা আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি জানান, মঙ্গলবার (২২ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতির টাংকিরঘাট থেকে হানিফ মাঝি তার ভাই সলেমানের মালিকানাধীন একটি ট্রলার ও ১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এ সময় সলেমানও ট্রলারে ছিলেন। পরে রাতের কোনো এক সময় জলদস্যুরা ট্রলারসহ সবাইকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইলফোনে কল করে দস্যুরা রামগতির টাংকি ঘাটের এক আড়তদারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।

যোগাযোগ করা হলে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিড়া নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কেউ এখনও লিখিতভাবে জানায়নি। তবে মৌখিকভাবে জানতে পেরে বিষয়টি আমাদের হেড অফিসে জানিয়েছি। জেলেদের উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।