ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

রাজৈরে রোগীর ওপর খুলে পড়ল এক্স-রে মেশিন, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, জুলাই ২৪, ২০২৫
রাজৈরে রোগীর ওপর খুলে পড়ল এক্স-রে মেশিন, আহত ৩ খুলে পড়া এক্স-রে মেশিনের স্ট্যানসহ টিউব

মাদারীপুর জেলার রাজৈরে ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করার সময় রোগীর ওপর মেশিন খুলে পড়ার ঘটনা ঘটেছে। এসময় রোগীসহ আহত হয়েছেন তিনজন।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের কেসি গোল্ড টাওয়ারের আরামবাগ ডি-ল্যাব নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ইশিবপুর ইউনিয়নের ইতালি প্রবাসী আনোয়ার মোল্লার স্ত্রী অন্তরা আক্তার (২৮) দুই মাস আগে দুই ছেলে নিয়ে ইতালি থেকে বাড়িতে আসেন। এরপরে হঠাৎ কোমর ব্যথা হলে তিনি বৃহস্পতিবার টেকেরহাটের আরামবাগ ডি-ল্যাব নামে একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখাতে যান। সেখানে ডা. গোলাম সরোয়ারকে দেখালে তিনি এক্স-রে করাতে বলেন।  

ওই ক্লিনিকের এক্স-রে রুমে গিয়ে টেবিলে শোয়ার কিছুক্ষণ পরই তার ওপর খুলে পড়ে এক্স-রে মেশিনের স্ট্যানসহ টিউব। তাকে বাঁচাতে গিয়ে ওই ক্লিনিকের আরও দুইজন স্টাফ আহত হন। এর মধ্যে একজন স্টাফের মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অন্তরা ঘাড়ে আঘাত পেয়েছে।

তবে অভিযোগ রয়েছে, এ ঘটনা মোবাইল ফোনে স্বজনদের জানালে অন্তরার খালাতো বোনের সঙ্গে অসদাচরণ করেছেন ক্লিনিক কর্তৃপক্ষ।

আরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী বলেন, 'আমাদের ভুল হয়েছে। টেকনিশিয়ানরা ঠিকমতো মেশিন ফিটিং করতে পারেনি বলে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তার (অন্তরা) বেশি কিছু হয় নাই। আমাদের স্টাফরা বেশি আহত হয়েছে। '

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামীম বলেন, একটা এক্স-রে মেশিন খুলে পড়বে এটা অস্বাভাবিক ব্যাপার। এ বিষয়ে  অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।