ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জুলাই ২৫, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ বিএসএফ, ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

আহতদের স্বজনরা বিএসএফকে দায়ী করলেও ভারতীয় এ বাহিনীটি এ অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর চারটার দিকে সিংনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫ এর ১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান। এসময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন দুই বাংলাদেশি যুবক। এসময় সঙ্গীরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে সারাদিন লুকিয়ে রেখে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শুধু সেলিম নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এক ক্ষুদে বার্তার মাধ্যমে করে জানান, এ ব্যাপারে সিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।