নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী জোত চুকানী পূর্ব তেলীপাড়া গ্রামে আগুনে ৩৫টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওই ইউনিয়নের শরিফুল ইসলামের বসতঘর থেকে শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানান পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ১৭টি পরিবারের ৩৫টি ঘরে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু তার আগেই সবগুলো ঘর সম্পূর্ণ যায়। তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম তার নিজস্ব তহবিল থেকে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করেন।
এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসআরএস