ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জুলাই ২৬, ২০২৫
শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা

নীলফামারী: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঠাকুরগাঁও সেক্টর এবং বিজিবি পরিচালিত ওই সেক্টরের আওতায় স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামের মাহরীন চৌধুরীর পারিবারিক কবরস্থানে গিয়ে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তারা তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে দোয়ায় অংশ নেন।

বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, ‘আমরা সবাই অবগত আছি মাহরীন ম্যাম নিজে ৮০ শতাংশ দগ্ধ হাওয়ার পরেও আপ্রাণ চেষ্টা করে গেছেন তার শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে। তার এই মহান আত্মত্যাগ, মানবিকতা তার সাহসিকতা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে। এই হৃদয়বিদারক ঘটনার জন্য বিজেপি পরিবারও অনুতপ্ত। বিবেকের ডাকে সাড়া দিয়ে বিজেপি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা এখানে উপস্থিত হয়ে এই মহিয়ষী নারীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। ’

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণবিমান বিধ্বস্তে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী নিজের জীবন বিপন্ন করে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছিলেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।