ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জুলাই ২৭, ২০২৫
বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি

বগুড়ার নন্দীগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অটোরিকশাচালক আরাফাত হোসেন (২২) ও বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।  

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে কুন্দারহাট বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আরাফাত ও যাত্রী হাওয়া বেগম নিহত হন। আহত হন তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।

কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলেও জানান ওসি নির্মল চন্দ্র মহন্ত।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।