ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

আসামির জামিন নিয়ে দুই ছাত্রদল নেতার সমর্থকদের সংঘর্ষ, আহত ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, জুলাই ২৯, ২০২৫
আসামির জামিন নিয়ে দুই ছাত্রদল নেতার সমর্থকদের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলার আসামির জামিন নিয়ে দুই ছাত্রদলের নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা আদালতপাড়ায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা মারুফকে মারপিট করেন।  তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

পরে রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।  এতে অন্তত ৫০ জন আহত হন।  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলার এক আসামির জামিন নিয়ে দুই নেতা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এই বিষয়টিই সংঘর্ষের মূল কারণ।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।