ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

সারাদেশ

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, জুলাই ২৯, ২০২৫
শরীয়তপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক  শরীয়তপুরের মানচিত্র

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার রাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বাগবিতণ্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে।  

বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে ওই নারীর লাশ উদ্ধার এবং স্বামী করিম মুন্সিকে আটক করে জাজিরা থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।