ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জে সহিংস ঘটনায় আরও এক মামলা, মোট মামলা ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, জুলাই ৩১, ২০২৫
গোপালগঞ্জে সহিংস ঘটনায় আরও এক মামলা, মোট মামলা ১৫ ফাইল ফটো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাসবিরোধ আইনে ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় মোট মামলা হলো ১৫টি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধ আইনে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ নামে ও বেনামে ৪৭৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় পাঁচজন নিহত ও সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।