ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

না.গঞ্জের বন্দরে ২ দফা দাবিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, আগস্ট ১, ২০২৫
না.গঞ্জের বন্দরে ২ দফা দাবিতে সড়ক অবরোধ সড়ক অবরোধ।

নারায়ণগঞ্জের বন্দরে দুই দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র ও জনতা।

শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বন্দরের নবীগঞ্জ রেললাইন এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

অবরোধকারীরা বলেন, মদনপুর সড়ক সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে ইউএনও এবং রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে যোগাযোগ করেও সমাধান পাইনি। তাই অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছি।

এ সময় নারায়ণগঞ্জ রোডস অ্যান্ড হাইওয়ের পরিচালকের পদত্যাগ ও দ্রুত রাস্তা সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই তারা অবরোধ সরিয়ে নেবে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।