ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

সারাদেশ

পদ্মাসেতুর টোলপ্লাজার পাশে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, আগস্ট ৩, ২০২৫
পদ্মাসেতুর টোলপ্লাজার পাশে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে

মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণপাশে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি হলেন- মোহাম্মদ আলী অন্তু (২৬)। তিনি ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে।  

শিবচর হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন অন্তুসহ দুই যুবক। পদ্মাসেতুর টোলপ্লাজা পার হওয়ার পর পেছন থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে প্রথমে সড়কে ও পরে পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। তবে, বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। র আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।