ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

পাটুরিয়ায় লঞ্চঘাটের সিঁড়ি নদীগর্ভে, ভোগান্তির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, আগস্ট ৫, ২০২৫
পাটুরিয়ায় লঞ্চঘাটের সিঁড়ি নদীগর্ভে, ভোগান্তির আশঙ্কা নদীগর্ভে পাটুরিয়ায় লঞ্চঘাটের সিঁড়ি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রী আনলোডের সিঁড়ি পদ্মা নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। ফলে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোরের দিকে সিঁড়িটি পদ্মা নদীতে ভেসে গেছে বলে নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী।

জানা যায়, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি এবং পদ্মা নদীতে পানি বেড়েছে। ফলে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতের কারণে পাটুরিয়া লঞ্চঘাটের দুটি সিঁড়ির মধ্যে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রীদের নামার যে সিঁড়িটি ছিল তা নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং অপরটিও যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

যেহেতু রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এটি, তাই দ্রুত লঞ্চঘাটের সিঁড়িগুলো মেরামত করা জরুরি। এই সিঁড়ি দ্রুত সময়ের মধ্যে মেরামত না হলে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা রয়েছে—বলেন সংশ্লিষ্টরা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী বলেন, সোমবার (৪ আগস্ট) রাত থেকেই স্রোতের কারণে ভাঙনের কবলে পড়ে সিঁড়িটি। মঙ্গলবার ভোরের দিকে যাত্রী নামার সিঁড়িটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অপরটিও যেকোনো সময় বিলীন হতে পারে। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চঘাটের সিঁড়ি নির্মাণ না করলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।