ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামে বিষধর একটি সাপের ছোবলে কালাম মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন মাতুব্বর জানান, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পুকুরে পাট জাগ দিতে গেলে কালামকে বিষধর সাপ ছোবল দেয়। তারপর বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসা করান। সন্ধ্যায় বেশি অসুস্থ বোধ করলে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসায় একটু সুস্থ বোধ করলে সকালে বাড়ি চলে আসেন। বুধবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআরএস