ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, আগস্ট ৮, ২০২৫
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় যুবক গ্রেপ্তার গ্রেপ্তার নাজমুল হক ইমু

সাভার (ঢাকা): ছাত্র-জনতা হত্যার ঘটনায় স্বজনের দায়ের করা  মামলায় নাজমুল হক ইমু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে নজমুল হক ইমুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে মধ্য রাতে গ্রেপ্তার ইমুকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব।

গ্রেপ্তার নাজমুল হক ইমু আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অন্তত দুটি ছাত্র হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া-ছয়তলা এলাকায় অভিযান পরিচালনা করে নাজমুল হক ইমু নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলা রয়েছে। রাতেই আশুলিয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, রাতে নাজমুল হক ইমু নামের এক ছাত্র-জনতা হত্যার আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৪। গ্রেপ্তারকে অন্যান্য আসামিদের সঙ্গে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।  

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।