ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে, রাস্তায়ই জুমা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, আগস্ট ৮, ২০২৫
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে, রাস্তায়ই জুমা আদায়

বরিশাল: শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করছে আন্দোলনরত ছাত্র-জনতা।  

‎শুক্রবার (০৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরের নথুল্লাবাদ এলাকায় মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা।

এ সময় নানা স্লোগান দেন তারা। এ নিয়ে ১২তম দিনের মতো এই আন্দোলন চলছে।  

দুপুরে জুমার নামাজের সময় হয়ে গেলে সড়কেই নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। নামাজে আন্দোলনকারী ছাড়াও, কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয়রা অংশ নেন।  

‎আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। ১২তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয়নি কিংবা আলোচনায় বসেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ব্লকেড চলবে।

আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।  

এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।