ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, আগস্ট ৯, ২০২৫
সাংবাদিক তুহিন হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তাররা

গাজীপুর: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ছিনতাইকারী সদস্য বলে পুলিশ জানিয়েছে।

 

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এ হত্যাকাণ্ডে এক দম্পতিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-পাবনার চাটমোহন থানার পাঁচবারিয়া এলাকার কিয়ামুউদ্দিন হাসানের ছেলে ফয়সাল হাসান (২৩), কুমিল্লার হোমনা থানার কাশিপুর এলাকার হানিফ বুয়ার ছেলে শাহ জামাল (৩২) ও সুমন (২৬)।

এর আগে গ্রেপ্তার ৪ জন হলো- মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন ও মো. স্বাধীন।

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে কয়েকজন যুবক ধাওয়া করে। পরে একটি একটি চায়ের দোকানে গেলে সেখানেই তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ গাজীপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় এ ৭জনকে আটক করে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, গ্রেপ্তারদের সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয়। পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।