গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ফ্লাইওভারের নিচে বিছানা পেতে ঘুমানোকে কেন্দ্র করে চাকু দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম- জুয়েল রানা (২৫), তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। আটক দুই যুবক হলেন, রাকিব (২৫) ও মো. রবিন (২৭)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। এ সময় ঘুমানোর জন্য পুরাতন ব্যানার বিছানোকে কেন্দ্র করে জুয়েল রানার সঙ্গে রাকিব ও রবিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব উত্তেজিত হয়ে জুয়েলের বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে।
পরে স্থানীয়রা ছুটে গিয়ে জুয়েল রানাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাকিব ও রবিনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/এমইউএম