নাটোর: আয়োজক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অসৌজন্যমূলক আচরণ এবং যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগে নাটোরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশের ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপি।
শনিবার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে নাটোর শহরের কানাইখালি এলাকায় নবনির্মিত সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে স্টেডিয়ামটির নাম প্রয়াত জেলা ছাত্রদল নেতা সাইফুজ্জামান সুজনের নামে করার দাবি জানানো হচ্ছিল। তবে দাবি না মানায় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনার প্রতিবাদে দলের হরিশপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের আমন্ত্রণ পেয়ে সকাল পৌনে ১১টার দিকে আহ্বায়ক রহিম নেওয়াজের নেতৃত্বে আহ্বায়ক কমিটির নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু জেলা গোয়েন্দা পুলিশের ওসিসহ পুলিশ সদস্যরা অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রবেশে বাধা দেন। আয়োজক জেলা প্রশাসনও যথাযথ সৌজন্যতা দেখায়নি বলে অভিযোগ করেন তিনি।
আসাদ বলেন, ‘আমরা প্রয়াত শহীদ সুজনের নামে স্টেডিয়াম নামকরণের প্রস্তাব নিয়ে এসেছিলাম। অথচ আমন্ত্রণ জানিয়ে এনে আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করছি। ’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, ‘আজকের ঘটনায় আমরা চূড়ান্ত অসম্মানিত হয়েছি। অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছি। আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি। ’
সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাটোর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি-ডিবি) হাসিবুল্লাহ হাসিব বলেন, ‘প্রোগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজকে ঢুকতে দেওয়া হয়েছে। পরে অন্য নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উপদেষ্টা ও প্রটোকলে থাকা অতিথিদের নির্দেশনায় তাদের ঢুকতে দেওয়া যায়নি। আমি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। বিএনপির অভিযোগ সঠিক নয়। ’
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালে এই স্টেডিয়াম এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন সহ-সভাপতি সাইফুজ্জামান সুজন। গত বছরের ৫ আগস্টের পর নির্মাণাধীন স্টেডিয়ামটির নাম সুজনের নামে করার দাবি জানায় জেলা বিএনপি।
চলতি আগস্টের শুরুতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাটোরে কর্মসূচি ঘোষণার পর জেলা বিএনপি স্টেডিয়াম এলাকায় ব্যানার-ফেস্টুন টানিয়ে নামকরণের দাবি জানিয়ে আসছিল। উদ্বোধনের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে উপদেষ্টা স্টেডিয়ামে পৌঁছালে বিএনপির নেতারা প্রবেশের চেষ্টা করেন, কিন্তু ডিবি পুলিশের বাধায় ফিরে যান।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসমা শাহিন বলেন, ‘আমরা চিঠি দিয়ে জেলা বিএনপির ১০ জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এলে দেখা ও সালাম বিনিময় করেছি। উপদেষ্টাকে নিয়ে ব্যস্ত থাকায় পরবর্তী ঘটনাটি জানা নেই। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অসৌজন্যতা হয়নি।
আরবি