সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শেখ মো. রণি হোসেন (২৯) নামে এক যুবদল কর্মী।
শনিবার (৯ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে সিলেটের গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলায় এ ঘটনা ঘটে।
নিহত শেখ মো. রণি হোসেন উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) মোসলেহ উদ্দিন আহমদ বাংলানিউজকে বলেন, গত রাত দেড়টার দিকে শেখ মো. রণি হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তারই বন্ধু, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে রাজু আহমদ। ঘটনার পর শেখ রণিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে—এক যুবতীকে কেন্দ্র করে প্রেমঘটিত জের ধরেই রাজু তার বন্ধুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া খুনের ঘটনায় যার সূত্রপাত, সেই তরুণীকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
নিহত রনির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এনইউ/এমইউএম