ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

সারাদেশ

মধ্যরাতে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি, সতর্ক বিজিবি          

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, আগস্ট ১১, ২০২৫
মধ্যরাতে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি, সতর্ক বিজিবি           মিয়ানমারে শোনা গেল গুলির শব্দ

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়েছে। দীর্ঘদিন পর গোলাগুলির শব্দ পেয়ে ঘুমধুমের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) রাত ১০টার পর ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে টানা সাত থেকে ১০ মিনিট ধরে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।

ঘুমধুমবাসীর ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা বা আরএসও’র মধ্যে এ গোলাগুলি হয়েছে।

এদিকে ঘটনার পর পরই সীমান্তে টহল দলে সদস্য সংখ্যা ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।

ইউপি সদস্য নুর মোহাম্মদ ভূট্টো জানান, গুলির শব্দ শুনে সীমান্তের বাসিন্দারা বেশ আতঙ্কিত।  

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, সীমান্তের এপারে কোনো সমস্যা নেই, ওপারে গোলাগুলি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।