ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় ১০ মামলার আসামি মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, আগস্ট ১৪, ২০২৫
বগুড়ায় ১০ মামলার আসামি মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল গ্রেপ্তার মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল গ্রেপ্তার

বগুড়া: বগুড়ায় জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শাকিল শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি৷ এছাড়া তিনি শাজাহানপুর উপজেলার আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরু ওরফে ঠ্যাং কাটা নুরুর অন্যতম সহযোগী।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের পর শাকিল আত্মগোপনে চলে যান। তিনি বগুড়ায় জামায়াত ইসলামীর এক নেতার ছত্রছায়ায় থেকে শহরে বসবাস করতেন। বুধবার রাতে শাকিল মফিজপাগলার মোড়ে অবস্থান করছেন এমন সংবাদের  ভিত্তিতে পুলিশের একটি দল সাদা পোশাকে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মাথায় টুপি এবং মুখে মাস্ক লাগিয়ে অটোরিকশা যোগে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে শাকিলের সহযোগী সাকিব নামে আরেক ক্যাডার এসময় পালিয়ে যায়।

পুলিশ জানায়, শাকিলের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা, শাজহানপুর থানায় হামলা, সরকারি কর্মচারীকে মারধর, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ