ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

সারাদেশ

গোমস্তাপুরে মাদরাসায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, আগস্ট ১৬, ২০২৫
গোমস্তাপুরে মাদরাসায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু  মাদরাসার সাইনবোর্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদরাসায় আবাসিক দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল ও গোমস্তাপুর থানাসহ একাধিক সূত্র।

তবে এদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।  

নিহতরা হলো-উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডা্ঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২)  ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা( ১০)।

শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদরাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

ওই মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদরাসার ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদরাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারা মারা যায়।  

হাসপাতালের চিকিৎসক আবদুল আলিম জানান, নিহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে আনার কিছুক্ষণ পর মারা যায়।  

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।