ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডিস্ট্রক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, আগস্ট ১৯, ২০২৫
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাগুরা: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাগুরায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কী।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর মাগুরা নোমানী ময়দান থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালিটি শহরের চৌরঙ্গী মোড় ও কলেজ রোড হয়ে ভায়না মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মোনায়ার হোসেন খান।  

মাগুরার চার উপজেলা ও একটি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নেচে, গেয়ে, বাদ্যযন্ত্রের তালে তালে হাতে বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তরা বলেন, আসন্ন ত্রয়োদশ নিবাচনের সঠিক তারিখ ঘোষণা করতে হবে। জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্য ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে কোন অনৈক্য করা যাবে না।  যারা ৫ আগস্টের বিজয়কে নিজেদের সম্পত্তি দাবি করছে তারা দেশে একটি ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র প্রতিহত করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।