ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, আগস্ট ২১, ২০২৫
বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাট: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে এই অবরোধ শুরু হয়।

সড়কের উপর ট্রাক দাড় করিয়ে যান চলাচল বন্ধ করে দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা মিছিলসহকারে নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে জড়ো হয়। যান চলাচল বন্ধ হয়ে যায়। সময় বৃদ্ধির সাথে সাথে সড়কের চারদিকে যানবাহনের জট তৈরি হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন, সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, শেখ শাহেদ আলী রবি, কামরুল ইসলাম গোড়াসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

চার ঘন্টা ব্যাপী অবরোধ চলাকালে শতশত দূরপাল্লার বাসসহ পণ্যবাহী পরিবহণ আটকা পড়ে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি আসন রয়েছে। হঠাৎ করে একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেব না। ”

উল্লেখ্য, গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফেটে পড়ে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে একের পর এক কর্মসূচি চলতে থাকে। জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।